লিডার্স
শ্যামনগর, সাতক্ষীরা
www.ledars.org
দরপত্র আহবান
লিডার্স বাংলাদেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় এলাকায় ১৯৯৬ সাল থেকে সুপেয় পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনে মানুষের সচেতনতা বৃদ্ধি ও অভিযোজিত কৌশল উদ্ভাবন, যুবদের সামাজিক কাজে সম্পৃক্তকরন, দরিদ্র্য পরিবারে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাঘবিধবাদের অধিকার প্রতিষ্ঠা, সুন্দরবন সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংগঠন দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন–জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতায় তার নিজস্ব ক্যাম্পাসে জীবাস্ম জ্বালানীর ব্যবহার কমাতে সোলার গ্রীড স্থাপনের মাধ্যমে শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী। উক্ত সোলার গ্রীড স্থাপনের জন্য আগ্রহী ভেন্ডার, সরবরাহকারী / ঠিকাদারের নিকট হইতে দরপত্র আহবান করা যাচ্ছে।
সোলার গ্রীডের বিবরণঃ ২৫ কিলোওয়ার্ট ক্ষমতা সম্পন্ন হাইব্রিড সোলার গ্রীড সরবরাহ ও প্রতিস্থাপন করা।
কাজের বিবরণঃ লিডার্সের নিজস্ব ক্যাম্পাসের মাঠে ৭-৯ ফুট উচ্চতা সম্পন্ন স্ট্রাকচার এর উপর স্থাপন করতে হবে।
স্থানঃ লিডার্স প্রধান কার্যালয়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের (শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ) মেইনরোডের পাশে।
টর, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আগ্রহী প্রতিষ্ঠানকে উপরোক্ত লিংক থেকে টর (Terms of Reference), সংগ্রহ করে আগামী ২২/০২/২০২৩ তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় সরাসরি বা procurement.ledars@gmail.com, এই ই-মেইলে দরপত্র পাঠানোর জন্য আহবান করা হল।
সভাপতি,
ক্রয় কমিটি, লিডার্স
প্রধান কার্যালয়ঃ গ্রামঃ-মুন্সিগঞ্জ, পোষ্টঃ-কদমতলা, থানাঃ-শ্যামনগর, জেলাঃ-সাতক্ষীরা।
টর সংগ্রহ ও দরপত্র জমাদানের ই-মেইলঃ- procurement.ledars@gmail.com