লিডার্স
শ্যামনগর, সাতক্ষীরা
গাড়ীভাড়ার দরপত্র আহবান
লিডার্স দাতা সংস্থা “ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে একটি গাড়ী (মাইক্রোবাস বা জীপগাড়ী) মে ২০২৩ থেকে অক্টোবর ২০২৫) ২৮ (আঠাশ) মাসের জন্য ভাড়া করা হবে। উক্ত মাইক্রোবাস ভাড়ার নিমিত্তে সরবরাহকারী প্রতিষ্ঠান/রেন্ট-এ-কার/ব্যক্তির নিকট হতে নিম্মোক্ত শর্তসাপেক্ষে দরপত্র আহবান করা যাচ্ছে।
গাড়ীর বিবরণঃ ৫/৭ সিট বিশিষ্ট এসি মাইক্রোবাস বা জীপগাড়ী (নোহা/ভক্সি/এক্সট্রেল/টয়োটা হেরিয়ার) মডেলের গাড়ী হতে হবে।
বিস্তারিত আর.এফ.কিউ. এবং নির্ধারিত দরপত্র ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আগ্রহী প্রতিষ্ঠানকে আগামী ০৫ মে ২০২৩ তারিখ বিকাল ৪.০০ টার মধ্যে নিম্মলিখিত ঠিকানায় নির্ধারিত ফরমে ই—মেইলে বা প্রিন্টেড কাগজে দরপত্র পাঠানোর জন্য আহবান করা হল।
নির্বাহী পরিচালক
লিডার্স
প্রধান কার্যালয়, গ্রামঃ মুন্সিগঞ্জ, পোষ্টঃ কদমতলা, থানাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরা।
ই-মেইলঃ procurement.ledars@gmail.com