লিডার্স
শ্যামনগর, সাতক্ষীরা
দরপত্র আহবান
লিডার্স দাতা সংস্থা “ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতায় একটি ৩ তলা বিশিষ্ট নলেজ ম্যানেজমেন্ট সেন্টার নির্মান করছে। ইতোমধ্যে ভবনটির ১ম ও ২য় তলা (Ground Floor and First Floor) নির্মানের কাজ সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভবনের ৩য় তলা (Second Floor) নির্মান করা হবে। আগ্রহী প্রকৃত বিল্ডিং নির্মান প্রতিষ্ঠান/ঠিকাদারের নিকট হইতে দরপত্র আহবান করা হচ্ছে।
ভবনের বিবরণঃ সাইক্লোন সেল্টার কাম নলেজ ম্যানেজমেন্ট সেন্টার, যেটি একটি ৩ তলা বিশিষ্ট ভবন। দৈর্ঘ্যঃ ৫২.১ ফুট ও প্রস্থঃ ৩০.৬ ফুট
কাজের বিবরণঃ ভবনটির ৩য় তলা (Second Floor) নির্মান করা হবে ।
স্থানঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ মৌজার মেইনরোডের পাশে।
টর, শিডিউল ও ডিজাইন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আগ্রহী প্রতিষ্ঠানকে উপরোক্ত লিংক থেকে টর ((Terms of Reference), শিডিউল ও ডিজাইন সংগ্রহ করে আগামী ০২/০১/২০২৩ তারিখ বিকাল ৪.০০ টার মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় বা ই-মেইলে দরপত্র পাঠানোর জন্য আহবান করা হল।
সভাপতি,
ক্রয় কমিটি, লিডার্স
প্রধান কার্যালয়ঃ গ্রামঃ-মুন্সিগঞ্জ, পোষ্টঃ-কদমতলা, থানাঃ-শ্যামনগর, জেলাঃ-সাতক্ষীরা।
টর সংগ্রহ ও দরপত্র জমাদানের ই-মেইলঃ- procurement.ledars@gmail.com