পত্রদূত ডেস্ক: ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোনের আঘাতে উপকূলের প্রায় ১০ লাখ মানুষ মারা যায়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করার দাবী জানিয়ে আসছে উপকূলীয় এলাকার মানুষ। সেই দাবীর যৌক্তিকতা তুলে ধরতে বৃহস্পতিবার উপকূলের বিভিন্ন এলাকায় পালন করা হয়েছে নানা কর্মসূচি।

এসব কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, নৌবন্ধনসহ নানা কর্মসূচি। কর্মসূচি থেকে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, উপকূল রক্ষার্থে পৃথক উপকূল উন্নয়ন বোর্ড গঠন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থানীয় মজবুত বেড়িবাঁধ নির্মাণ, উপকুলীয় এলাকার জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, সুপেয় পানির প্রকল্প গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দাবী উত্থাপন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরগুলো এখানে তুলে ধরা হলো।

সুন্দরবন প্রেসক্লাব: শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাবের আয়োজনে বেসরকারি সংস্থা লিডার্সের উদ্যোগে মুন্সিগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে উপকূল দিবস ঘোষণার দাবী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা স. ম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব আলী, মাসুম বিল্লাহ, রুহুল আমিন গাজী, বেসরকারি সংস্থা লেডার্সের প্রোগ্রাম অফিসার দেবব্রত গাইন, সমাজসেবক জামাল হোসেন, মুন্সিগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইজিবাইক মালিক সমিতির সভাপতি বাবুল হোসেন ও শাহাদাত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

দেবহাটায় মানববন্ধন: উপকূলের মানুষ রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সম্মূখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, রুহুল আমিন, রবিউল ইসলাম।

আশাশুনিতে মানববন্ধন: আশাশুনিতে উপকূল দিবস পালনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাজারের জনতা ব্যাংক মোড় হতে উপজেলা সড়কে মনববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা জলবায়ু অধিপরামর্শক ফোরামের সভাপতি আব্দুল হান্নান। এফএফ মাধাই চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল, লিডার্স’র কয়রা অফিসের সিরাজুল ইসলাম প্রমূখ।

পাইকগাছায় আলোচনা সভা: পাইকগাছায় মানববন্ধন ও আলোচনা সভা মধ্যদিয়ে উপকূল দিবস পালিত হয়েছে। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে পরিবেশ বাদী সংগঠন বনবিবি ও প্রেসক্লাব পাইকগাছার যৌথ উদ্যোগে প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক অনিমেষ ঘোষ, কবি মাধুরী রাণী সাধু, রজি সিদ্দিকী, গোবিন্দ লাল রায়, জামাল হোসেন, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না প্রমুখ।

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকরিপি পেশ: খুলনার ডুমুরিয়ায় উপকূল সাংবাদিক ফাউন্ডেশন বৃহস্পতিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অনলাইন মতবিনিময় সভার আয়োজন করে। সুন্দরবন উপকূলীয় খুলনা জেলা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার সাংবাদিকরা অনলাইন মতবিনিময় সভায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। ওই সভায় সংগঠণের সদর দপ্তর ডুমুরিয়াতে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সকলের মতামতের ভিত্তিতে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ডা. সঞ্জিব দাশ। এসময় উপস্থিত ছিলেন শেখ হেদায়েতুল্লাহ, আব্দুল লতিফ মোড়ল, সুমন্ত চক্রবর্তী, জিএম ফিরোজ প্রমূখ।

আদিবাসী মুন্ডাদের মানববন্ধন: উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নারীদের হাতে সুপেয় পানির দাবিতে লেখা বিভিন্ন ধরনের পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।

 

 

শ্যামনগরে সমাবেশ: ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগরের চৌদ্দরশি ব্রিজের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। অ্যাকশন এইড, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের ব্যানারে এবং গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ও হিউম্যানিটি ফার্স্ট এর বাস্তবায়নে অনুষ্ঠিত সমাবেশে জলবায়ু সুবিচার ও উপকূলবাসীর স্বার্থ সুরক্ষায় ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানানো হয়।

ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সাবেক সভাপতি মুহতারাম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’র সাতক্ষীরা ইউনিটের সমন্বয়কারী শাহিন বিল্লাহ, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, তানভীর মেহেদী নান্নু, আতিয়ার রহমান, আফজাল হোসেন, মোস্তাফা আল-আমিন, আবু তাহের, আব্দুল কাদের, সাদিয়া সুলতানা, আবু রায়হান, আমানুল্লাহ আমান প্রমূখ।