বজ্রপাত প্রতিরোধে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে গ্যারেজ-জেলেখালী রোডের দুইপাশে তিন শতাধিক তালবীজ বপণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় এই তাল বীজ বপণ করা হয়। তালবীজ বপণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ কলেজের অধ্যক্ষ ও লিডার্স এর সভাপতি বিধুস্রবা মণ্ডল। তিনি বলেন, তাল গাছ বজ্র প্রতিরোধ করে, সেজন্য বেশি বেশি তালবীজ বপণ করা প্রয়োজন এবং বীজ বপণ পরবর্তী রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার দায়িত্ব আমাদের সকলের।
তালবীজ বপণকালে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর সদস্য আকবর আলী পাড়, মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার মিস্ত্রী, সম্পাদক তপন কুমার মণ্ডল, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মণ্ডল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
News Link: Click Here