ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা করে টেকসই জীবিকায়ন ও রেজিলিয়েন্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও লিডার্স এর পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. সারোয়ার জাহান, প্রফেসর রেজাউল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এসএলএসসিসিভিপি প্রকল্পের এর আওতায় এই গবেষণা কার্যক্রমে পরিচালিত হবে।
News Link: theeditors.net