নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রæয়ারি) উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি সংস্থা লিডার্স’র উপদেষ্টা পরিষদ ও উপজেলা যুব ফোরামের আয়োজনে লিডার্স এর ব্যবস্থাপনায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকে এইডের অর্থায়নে সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় এই গণশুনানির আয়োজন করা হয়। উপজেলা লিডার্স এর উপদেষ্টা পরিষদের সভাপতি শেখ সাইফুল বারি সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, শেখ আনোয়ার হোসেন, শেখ ওহিদুর রহমান ছোট, জান্নাতুল মাওয়া, লায়লা আরজুমান খানম, আনিসুজ্জামান সুমন, শওকত আলী, সুজাতা সাহা, শম্পা বিশ্বাস, বাবুর আলী, ইয়াসমিন প্রমুখ। বাল্যবিবাহের শিকার ভিকটিমদের মধ্যে বক্তব্য রাখেন জাহানারা, সবিতা রানী, রহিমা খাতুন। অনুষ্ঠানে কালিগঞ্জের মৌতলা, মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়ন যুব ফোরামের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, কাজী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News Link: suprovatsatkhira.com